সাতক্ষীরার কলারোয়ায় সমাজসেবা দিবসে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

গতকাল সোমবার সকাল ১১টায় কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণের মধ্যে দিয়ে বিদসটি জাকজমক ভাবে পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান আঃ গফুর, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, উপজেলা পল¬ী উন্নয়ন অফিসার আশরাফ হোসেন, এলজিডি কর্মকর্তা আবেদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মেদ, উপজেলা বিআডিপির চেয়ারম্যান আব্দুল গফুর, পল্লী উন্নয়ন অফিসার আশরাফ হোসেন, সমাজসেবা অফিসোর আলহাজ্ব আব্দুস সামাদ, ইমাদুল হক, হুমায়ন কাদিরসহ সকল অফিসার ও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। অনুষ্ঠানে উপজেলার ৭জন প্রতিবন্ধীর মধ্যে ৭টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া সমাজ কর্মী হিসাবে ৩জনকে বিশেষ পুরুস্কার দেয়া হয়েছে।

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কলারোয়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৩৬ হিজরী উপলক্ষে কলারোয়া ইসলামিক KALA 05 (2)ফাউন্ডেশনের উদ্যোগে হামদ, নাত, ক্বিরাত, মিলাদ, কিরাম প্রতিযোগিতার ও র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহাজান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুল জব্বার, কলারোয়া কাচা বাজার মসজিদের খতিব মাওলানা ওসমান গণি, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার শামসুর রহমান, শহিদুল ইসলাম, এরশাদ আলী প্রমুখ। অনুষ্ঠনটির সার্বিক পরিচালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম। অনুষ্ঠান শেষে ৩ জনকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারী হলেন মাওলানা ওসমান গণি, ২য় স্থান অধিকারী হলেন মাওলনা আব্দুল কুদ্দুস ও ৩য় স্থান অধিকারী হলেন মাওলানা আবুল কালাম।

কলারোয়ায় কেক কেটে কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কলারোয়ায় সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান শিমুল ও পৌর সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শাহাজাদা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, সাবেক ছাত্রনেতা প্রভাষক মনিরুজ্জামান মনির, সরকারি কলেজের ভাইস প্রন্সিপাল ওহিদুজ্জামান মন্টু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহনাফ তাজিন অনিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফিরোজ হোসেন সম্রাট, মোস্তাক, হাবিবুর রহমান,তইমুর, নয়ন হোসেন, জোহরুল ইসলাম টিটু, ইমরান হোসেন, বাপ্পা, সুজন, পলাম, জাহাঙ্গীর, আরিজুল, তানভির, বারিক, নয়ন, অভি, রোকুনুজ্জামান, ছাকিল খান জজ, আশিক, সাইফুর, বিপুল, ইমরান, দোলন, ইনদাদুল, সাগর, ইমরুল, তারেক, জুয়েল প্রমুখ।



মন্তব্য চালু নেই