সাতক্ষীরার কলারোয়ায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা
সাতক্ষীরার কলারোয়ায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনা মুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা সূর্যমুখী সংস্থার পরিচালক রাশিদা মীর্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
জেলা শিশু বিষয়ক অধিদপ্তর ও সূর্যমুখী সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা সূর্যমুখী সংস্থার প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান, কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা উন্নয়ন পরিষদের কো-অডিনেটর আশরাফ হোসেন, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন গাউছুল আজম, গীতা পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নির্মল কুমার হাজরা।
কর্মশালায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ৭৫জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।
মন্তব্য চালু নেই