সাতক্ষীরার কলারোয়ায় ভাইরাসজনিত জ্বরের প্রাদুর্ভাব

ভাইরাসজনিত জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সাতক্ষীরার কলারোয়ায়। উপজেলার বহু পরিবারের অনেকেই ইতোমধ্যে এ জ্বরে আক্রান্ত হয়েছে। ছোট থেকে বড় অনেকে এ রোগের সাথে আলিঙ্গন করেছে বা করছে। এ জ্বরের জেরে মানব দেহে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেক বেশি তাপমাত্রা উঠছে। জ্বরের রেশ ৫/৭দিন থাকলেও প্রতিক্রিয়া থাকছে আরো বেশি দিন ধরে। সারা শরীর অসম্ভব ব্যথা অনভূত’র পাশাপাশি ব্যাপক দূর্বল হয়ে পড়ছে। যোগ হচ্ছে সর্দি-কাশি। ঠিকমতো খাওয়া-দাওয়া করা যাচ্ছে না। অনেক সময় মাথা, বুক ও গলা ব্যথা ও যন্ত্রনাও হচ্ছে। গত কিছুদিন ধরে এমনই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে। ভুক্তভোগীরা চিকিৎসকের পরামর্শের পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক ডা.ইসমাইল হোসেন জানান, এ জ্বর মূলত সিজেনাল ভাইরাস জনিত জ্বর। সাধারণত ৫/৭দিনের মধ্যেই এ জ্বর সেরে যায় তবে শরীরের দূর্বলতা একটু থাকতে পারে। শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে বেশি বেশি মাথায় পানি দিতে হবে ও সারা শরীর ভিজে কাপড় দিয়ে মুছে দিতে হবে। আর বড়রা এটার পাশাপাশি গোসলও করতে পারেন।



মন্তব্য চালু নেই