মোট ভোটার ১৪৩জন ॥ প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল

সাতক্ষীরার কলারোয়ায় বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

আগামী বুধবার সাতক্ষীরার কলারোয়ায় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ’১৪এর তিনটি স্তরের বিভিন্ন পদে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এমনটাই জানালেন রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনুপ কুমার তালুকদার। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানা গেছে, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ৯টি পদের বিপরীতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। উপজেলার মোট মুক্তিযোদ্ধা ভোটার ১৪৩জন। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। ৯টি পদ গুলো হলো- কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক), সহ.কমান্ডার (পূর্নবাসন শহীদ ও যুদ্ধাহত) সহ.কমান্ডার (তথ্য ও প্রচার), সহ.কমান্ডার (অর্থ), সহ.কমান্ডার (ত্রান ও সমাজকল্যান) এবং দুটি কার্যকরী সদস্য। এ পদগুলোর বিপরীতে পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন হাতি প্রতীক নিয়ে গোলাম মোস্তফা-আবুল হোসেন-সৈয়দ আলী প্যানেল ও ঘোড়া প্রতীক নিয়ে শওকত-রবিউল-ইবাদুল্লাহ প্যানেল। শেষ মুহুর্তের প্রচারণায় মেতে আছেন বীর মুক্তিযোদ্ধারা। তারা যেমন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তেমনি চুলচেরা হিসাব নিকাশে ব্যস্ত আছেন জয়-পরাজয়ের। সাধারণ ভোটারদের প্রত্যাশা- যারাই নির্বাচিত হন তারা যেন বীর মুক্তিযোদ্ধাদের সুখে-দূঃখে পাশে থাকেন। দুটি প্যানেলের প্রার্থীরাই তাদের নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। পরবর্তী উপজেলা সংসদ কাদের নেতৃত্বে আসবে সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামীকাল ৪জুন বিকেল পর্যন্ত।



মন্তব্য চালু নেই