গুরুতর আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি ॥ মামলা দায়ের

সাতক্ষীরার কলারোয়ায় ডিলার ব্যবসায়ীকে মারপিট করে দুই লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরার কলারোয়ায় এক ডিলার ব্যবসায়ীকে মারপিট করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে কলারোয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কলারোয়া পৌরসভা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মেটাডর কোম্পানিসহ অন্যান্য কোম্পানির ডিলার ব্যবসায়ী উপজেলার শুভংকরকাটি গ্রামের মৃত শেখ রায়হানের পুত্র শেখ সেলিম হোসেন (৪২) ব্যবসায়িক গোডাউন থেকে হিসাব মিলিয়ে ক্যাশ নিয়ে বের হন। এসময় তুলশীডাঙ্গা গ্রামের আইজুল ইসলামের পুত্র রাজু (২৮), টনি (২৫), শুভংকরকাটি গ্রামের মীর ইশার পুত্র লিটন (২৭)সহ অপর ৩/৪জন যুবক ব্যবসায়ী শেখ সেলিমের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেদম মারপিট করে তার কছে থাকা ১লাখ ৮৫হাজার ৭৭৫টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মারপিটে সেলিমের ঘাড়ের হাড় (কলার ব্যান্ড) ৩ জায়গায় ভেঙ্গে গিয়েছে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ ব্যাপারে আহত শেখ সেলিমের বড় ভাই শেখ শামীম হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় মামলা (নং-২৩, তাং-১৯/৭/১৪ইং) দায়ের করেছেন। এদিকে, ব্যবসায়ী শেখ সেলিমকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান কলারোয়া পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, অধ্যক্ষ খাঁন সাব্বিরুল ইসলাম সাগর, ব্যবসায়ী মনিরুল আলম টিটু, আজহারুল ইসলাম আজা, বিলাল হোসেন, হায়দার আলী, মঞ্জুরুল ইসলাম, গোলাম আজম, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।



মন্তব্য চালু নেই