সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ শীর্ষক স্লোগানে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও এমপিপত্নি শিক্ষিকা লিপি নাসরিন খাঁন।

Kalaroa-Mpঅনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.এসএম আতিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আ.রউফ, মৎস্য চাষি মাহমুদা খাতুন, মফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলী প্রমুখ।

Kalaroa-Rallyএসময় বিপুল সংখ্যক মৎস্য চাষিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি মৎস্য কর্মকর্তা বজলুর রহমান।

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।



মন্তব্য চালু নেই