সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এমএ ফারুক, কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ, প্রাণী সম্পদ কর্মকর্তা আ.রহিম, ইউআরডিও আশরাফ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান আ.গফুর, ওয়ার্কার্সপার্টির নেতা মাস্টার আ.রউফ, মৎসজীবী বিমল কুমার পোদ্দার, মাহমুদা খাতুন, উত্তরণ কর্মকর্তা আনিছুর রহমান, প্রবীর কুমার হালদার, প্রেসক্লাব সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয় ও উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোন অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য অফিসের সহকারী মনিরুজ্জামান।



মন্তব্য চালু নেই