সাতক্ষীরার কলারোয়ায় অর্ধকোটি টাকার রূপা উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার রূপা উদ্ধার করেছে বিজিবি। উপজেলার সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রাম থেকে শনিবার রাত ৯টার দিকে এগুলো উদ্ধার হয়। তবে এসময় কেউ আটক হয়নি।
উপজেলার কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আলী হায়দার খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বোয়ালিয়া কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায় তার নেতৃত্বে বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কালো পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫১কেজি ৫৬০গ্রাম রূপা উদ্ধার করে বিজিবি। ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা বিভিন্ন গহনায় তৈরি এ রূপার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৪৫লাখ টাকা।
মন্তব্য চালু নেই