এতিম, দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত বাচ্চাদের খাদ্য, বাসস্থান, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসার লক্ষ্যে

সাতক্ষীরার কলারোয়ায় অরফান কেয়ার এতিমখানা’র উদ্বোধন ও সুধী সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া্ উপজেলার গোয়ালচাতর অরফান কেয়ার এতিমখানা’র উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় কলারোয়া উপজেলার কাজীরহাটে ‘গোয়ালচাতর অরফান কেয়ার’ এতিমখানা’র উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। প্রাথমিক ভাবে ৫০জন এতিম, দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত বাচ্চাদের খাদ্য, বাসস্থান, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসার লক্ষ্যে ১০ কাটা জমির উপর ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট এ ভবনের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক এস.এম. বাবুল আখতার (স্বপন)। সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লান্টু, কলারোয়া থানা’র অফিসার ইন চার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম, কাজিরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম সহিদুল ইসলাম, ৮নং কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স ম মোর্শেদ আলী (ভিপি), ৯নং হেলাতলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবু তালেব সরদার, ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের সভাপতি আসলামুল ইসলাম আসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘এতিম, দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের মৌলিক ৫টি সুবিধা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও শিক্ষা ও চিকিৎসার দায়িত্বভার গ্রহনের মাধ্যমে গোয়ালচাতর অরফান কেয়ার এতিমখানা’র এই উদ্বোধন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ছেলে মেয়েদের শিক্ষা ও চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করা হয়েছে। এতিম ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা। যুগোপযোগী শিক্ষা দানের মাধ্যমে এতিম শিশু কিশোর দের কর্মমুর্খী ও স্বাবলম্বী করা। কোরআন ভিত্তিক শিক্ষা প্রদান ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। এছাড়া অসহায় দরিদ্র মানুষের সেবা, ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ, এতিশখানার নিজস্ব আয়ের উৎস সৃষ্টির প্রয়োজনে কর্মসংস্থানের সৃষ্টি করার কাযক্রম অব্যহত রয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক রেজাউল ইসলাম।



মন্তব্য চালু নেই