সাতক্ষীরার আশাশুনিতে বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ, পুলিশের দাবী সে আন্ত: জেলা ডাকাত দলের সদস্য

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কবির সরদার (৪০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত ও ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি রাম দা, একটি গুপ্তি ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে আশাশুনি উপজেলার কুলতিয়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কবির সরদার আশাশুনি উপজেলার আগরদাড়ী গ্রামের মৃত জাফর সরদারের ছেলে।

পুলিশের দাবি, কবির সরদার আন্ত ঃ জেলা ডাকাত দলের সদস্য। রাতে উপজেলার শোভনালী ও বুধহাটা এলাকায় রণপাহারার সময় কুলতিয়ার মোড় এলাকায় এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে সেখানে গুলি চালায়।

উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবির সরদারকে আটক ও একটি দেশী এলজি, একটি রাম দা, একটি গুপ্তি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাত কবির সরদারসহ আহত দুই পুলিশ সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই