সাগর-রুনি হত্যা মামলা শিগগিরই আলোর মুখ দেখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলা অতি শিগগিরই আলোর মুখ দেখবে। হাইকোর্টের নির্দেশে র‌্যাব ঘটনাটি তদন্ত করছে, দুইজনের ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে তা ম্যাচিংয়ের চেষ্টা চলছে।’

নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল খুলনা রেঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-মাদারীপুর আসনের সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম প্রমুখ।

একই সময় খুলনা রেঞ্জের ১০ জেলার সব পুলিশ সদস্যের একদিনের বেতনের টাকা তুলে দেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে। যার পরিমাণ ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকা। এই টাকা ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে ব্যয় হবে। এরপর নড়াইলের ভিক্ষুকদের সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান।



মন্তব্য চালু নেই