সাগরপথে মালয়েশিয়া : দু’বছরেও খোঁজ মেলেনি সাতক্ষীরার ২৭ যুবকের (ভিডিও)
মালয়েশিয়া, ইট পাথরের ইমারত আর নানা রঙের চাকচিক্য। বাংলাদেশের অনেক যুবকের কাছে তাই এটি এক স্বপ্নের দেশ।
সেখানে যেতে পারলেই কাড়ি কাড়ি অর্থ। তাই তো সাগর পথের মৃত্যু ফাঁদকে তুচ্ছ করে পা বাড়াচ্ছেন অসংখ্য মানুষ। গন্তব্য একটাই মালয়েশিয়া।
স্বল্প খরচে তাই দালালের ফাঁদে পা দিয়ে সাতক্ষীরার অনেক যুবকই ছুটেছেন সে পথে। কিন্তু ভাগ্য বদলে যাওয়া দূরে থাক, দু’বছর ধরে খোঁজই মিলছে না, জেলার বিভিন্ন এলাকার ২৭ যুবকের। যাদের সবাই দালালকে টাকা দিয়ে যাত্রা করেছিল সাগরপথে।
সম্প্রতি গণমাধ্যমে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশীদের খবর প্রকাশের পর থেকেই, দুশ্চিন্তায় দিন কাটছে তাদের স্বজনদের।
বিপদসংকুল পথ আর দালালের খপ্পরে স্বপ্নসন্ধানী এসব যুবকের বেশিরভাগের ঠিকানা হচ্ছে থাইল্যান্ডের বিস্তীর্ণ জঙ্গল। যেখানে, নিখোঁজ আর মৃত্যুই হচ্ছে অনেকের নিয়তি।
ভাগ্য পরিবর্তনে দু বছর আগে এ পথ বেছেই এখন নিখোঁজ সাতক্ষীরার তিন উপজেলার ২৭ যুবক।
স্বজনদের অভিযোগ, স্থানীয় চিহ্নিত কিছু দালালের প্রলোভনে সাড়া দিয়েই এ পরিণতি হয়েছে তাদের।
তবে নিখোঁজ যুবকদের সন্ধানের কথা বলছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানী অফিস। প্রশাসনের হিসাবে, সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে সাগর পথে গেছে, দুই থেকে তিনশো যুবক।
https://youtu.be/r6BEkxaBHlQ
মন্তব্য চালু নেই