সাখাওয়াতসহ ৯ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের প্রাক্তন সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

একইসঙ্গে এই নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য্যন করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

সাখাওয়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, অন্যদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।

এর আগে গত ২৩ ডিসেম্বর এই নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
অপর আটজন আসামি হলেন, মো. বিল্লাল হোসেন (৭৫), মো. ইব্রাহিম হোসেন (৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মো. আ. আজিজ সরদার (৬৫), আ. আজিজ সরদার (৬৬), কাজী ওহিদুল ইসলাম (৬১), মো. লুৎফর মোড়ল (৬৯), আব্দুল খালেক মোড়ল (৬৮)। এদের মধ্যে সাখাওয়াত হোসেনসহ তিনজন গ্রেফতার রয়েছেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রাক্তন সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ অপর নয় আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত ১৪ জুন তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাচঁ অভিযোগ আনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।



মন্তব্য চালু নেই