সাকিব-মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের শোয়েব-ওয়াসিম, যা বললেন

ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি পারফর্মেন্স দেখে বেশ প্রশংসা করেছেন পাকিস্তানের ক্রিকেট লিজেন্ট শোয়েব আখতার ও ওয়াসিম আকরাম।

যদিও ম্যাচটিতে বাংলাদেশ ৭ উইকেটে হেরেছিল। কিন্তু প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ২১৭ ও অধিনায়ক মুশফিকুর রহিমের ১৫৯ রানে ৫৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। তা ছিল চোখে পড়ার মতো।

আর তা দেখে ওয়াসিম আকরাম বলেছেন, হার জিত খেলার অংশ। কিউদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে টেস্টে সাকিব শুধু ডাবল সেঞ্চুরি করেনি বরং দেশের হয়ে রেকর্ড গড়েছেন। ৫ম উইকেটে সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটি আধুনিক ক্রিকেটে ব্যতিক্রম ঘটনা।

এছাড়া তারা মাশরাফি ও বাংলাদেশ ক্রিকেটে আরো প্রশংসা করেন।



মন্তব্য চালু নেই