সাকিবের ১৫০

চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। এর আগে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলের জার্সিতে ১৫০টি ম্যাচ খেলেছেন। ওয়নাডের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের মধ্য দিয়ে দেড়শ’র ক্লাবে প্রবেশ করেন। বুধবার পাকিস্তানের ম্যাচে তৃতীয় ওয়ানডেতে সেই তালিকায় যোগ দেন সাকিব।

এদিকে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছেন মুশফিকুর রহিমও। মাত্র ১ ম্যাচের জন্যে এখনই দেড়শ’ এর ক্লাবে প্রবেশ করতে পারছেন না টেস্ট অধিনায়ক। ১৫০তম ম্যাচ খেলার জন্যে আরেকটু অপেক্ষা করতে হবে মুশফিককে। লাল-সবুজের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। ১৭৫টি ওয়ানডে খেলেছেন তিনি। এরপরই রয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক। খেলেছেন ১৫৩ ম্যাচ। মাশরাফি খেলছেন ১৫১তম ম্যাচ। এরপরই রয়েছেন সাকিব ও মুশফিক।



মন্তব্য চালু নেই