সাকিবের শাস্তি কমবে!

বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভুলের জন্য অনুতপ্ত হলে শাস্তি কমাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব।

এরপর সভাপতি পাপন বলেন, ‘সাকিব দেশের সেরা খেলোয়াড় তাই সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হলে শাস্তি কমতে পারে।’

তবে সাকিবের শাস্তি কমানোর আগে এ বিষয়ে কোচ হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত নেবে বিসিবি।

এখন প্রশ্ন, সাকিবের শাস্তির নাটের গুরু তাহলে কোচ হাথুরুসিংহে? অবশ্য কোচ হাথুরুসিংহে ঢাকায় ফিরে সাকিবের শাস্তির বিষয়ে মুখে তালা লাগিয়েছেন। বরং সাকিবের শাস্তি বোর্ডের সিদ্ধান্ত বলে জানান তিনি। অবশ্য সাকিবের শাস্তির জন্য বিসিবির যুক্তি ছিল কোচের সঙ্গে সাকিবের দুর্ব্যবহার। যে কারণেই বিসিবি এতো বড় সিদ্ধান্ত নেয়। তার মানে কোচ চাইলেই সাকিবের শাস্তি কমাবে বিসিবি!

বুধবার দুপুরে সাকিব আল হাসান বিসিবি সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দেখা করার পর এ সিদ্ধান্তের কথা জানান পাপন।

সাকিবের শাস্তি কমানোর আগে তাকে বিসিবির কাছে ক্ষমা চেয়ে আপিল করতে হবে। সাকিবও আগামী দু-একদিনের মধ্যেই শাস্তি কমানোর জন্য আপিল করবেন। শাস্তি কমলেও ঈদের পরই টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরতে পারছেন না এটা নিশ্চিত। তবে অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ফিরতে পারেন তিনি।

উল্লেখ্য, গত ৭ জুলাই বিসিবির শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য দেশের সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। এছাড়া দেড় বছর পর্যন্ত বিদেশের সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয় তাকে।



মন্তব্য চালু নেই