সাকার দেখা পায়নি পরিবার

সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি পায়নি তার পরিবার।

শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং দুই ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী। কিন্তু তারা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি পাননি। পরে সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে তারা কারাফটক ত্যাগ করেন।

এর আগে ৫টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তার বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও জামাতা জাফর খান। তবে তাদের আবেদন নামঞ্জুর হয়।

সে সময় ফাইয়াজ সাংবাদিকদের বলেন, ‘বাবা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন কি না, তার সত্যতা নিশ্চিত হতেই কারাগারে এসেছি।’



মন্তব্য চালু নেই