সাংসদ রানাকে গ্রেপ্তারে বাধা নেই
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার ছোট ভাই পৌর মেয়র শহিদুর রহমান মুক্তিকে গ্রেপ্তার বা হয়রানি না করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।
এই আদেশের ফলে এমপি রানা ও তার ভাইকে গ্রেপ্তারে বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।
গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
মামলায় জামিনের আবেদন জানালে গত ১৪ জুলাই বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ ওই দুইজনকে দুই সপ্তাহের মধ্যে আত্মসর্মপণের নির্দেশ দেন।
এর বিরুদ্ধে আপিলে যান রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের আদেশ বাতিল করে বৃহস্পতিবার আপিল বিভাগ এই আদেশ দেন।
মন্তব্য চালু নেই