সাংবাদিক হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখিপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির বিষয়ে মন্ত্রী আরো বলেন, ওই দিন আমি বিষয়টি না জেনে বলেছিলাম। এখন এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক রয়েছে।

উপজেলার সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদের আয়োজনে এই টুর্নামেন্টর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাসইল-সখিপুরের সাংসদ অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল সদরের সাংসদ ছানোয়ার হোসেন, মহিলা সাংসদ মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, সখিপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই