সাংবাদিক ও সুধীজনের সম্মানে রাজাপুর সাংবাদিক ক্লাবের ইফতার পার্টি
ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাবের আয়োজনে সাংবাদিক ও সুধীজনের সম্মানে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের হলরুমে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শের-ই-বাংলা একে ফজলুল হক রিসার্চ ইনিস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের সৌজন্যে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। রাজাপুর সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা সাংবাদিক রহিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তাএবিএম সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন ও আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহি সদস্য শফিউল আজম টুটুল, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি বারেক ফরাজি, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, রাজাপুর মহিলা পরিষদের সভাপতি মাহমুদা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, হারুন অর রশিদ, রেজাউল করিম কারিগরী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সিকদার, শাহ জাহান মোল্লা, আসলাম মৃধা, ফখরুল ইসলাম, এনামুল হক, আহসানুল হাবিব সোহাগ, ইউসুফ সিকদার, আমিনুল ইসলাম নেছারী, সাংবাদিক আলমগীর শরীফ, আবু সায়েম আকন, সাইদুল ইসলাম, কাওসার হোসেন, নেয়ামুল আহসান হিরন, মেহেদি হাসান জসিম, মহিউদ্দিন ভান্ডারি, জলিল হাওলাদার, আরেফিন হোসাইন, কামরুল হাসান মুরাদ, আমিনুল ইসলাম ও সাইফুল ইসলাম রাব্বি প্রমুখসহ রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির সুধীজন অংশ নেন।
মন্তব্য চালু নেই