সাংবাদিক আলী আশরাফের মায়ের মৃত্যুতে কিশোরগঞ্জ উপজেলা সাংবাদিক নেতাদের শোক প্রকাশ

দৈনিক বায়ান্নর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান আলী আশরাফের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ উপজেলার সাংবাদিক নেতারা।

শোক প্রকাশ করেছেন দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফজল কাদির,দৈনিক বায়ান্নর আলো ও সাপ্তাহিক দাগ পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি ডা.খাদেমুল মোরসালিন শাকীর,দৈনিক করতোয়া পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি আবু হাসান শেখ তনা,দৈনিক দাবানল পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি কাওছার হামিদ,দৈনিক মানব বার্তা ও রূপবানী পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান,সাপ্তাহিক দেশ সময় পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুল কাইয়ুম,বিশেষ প্রতিনিধি আব্দুল আলিম, মায়াবাজার প্রতিনিধি সাগর হোসেন ও সাংবাদিক নেতা আব্দুস সামাদ প্রমূখ।

শোক বার্তায় সাংবাদিক নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য্য ধারন করার জন্য ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



মন্তব্য চালু নেই