সাংবাদিকদের আদর্শ নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘সুশীল সমাজসহ অনেকেই বলেন আমরা দলনিরপেক্ষ। কিন্তু আদর্শ নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই।’

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কতগুলো জাতীয় প্রশ্ন আছে সেগুলোর ক্ষেত্রে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, সার্বভৌমত্ব, জাতির জনকের মর্যাদা এসব ক্ষেত্রে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে, দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করবে, সেখানে আমাদের নিরপেক্ষ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। গণতন্ত্রে বহুমত ও বহুদল থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমরা কলম ধরবো।’

তিনি আরো বলেন, ‘সিলেটভিউ২৪ডটকম আজ তৃতীয় বর্ষে পা রাখল। একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে সিলেটভিউকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। গত দুটি বছর তারা যোগ্যতার প্রমাণ রেখেছে। সিলেটে যে কটি অনলাইন সংবাদ মাধ্যম আছে, তার মধ্যে প্রতিযোগিতার শীর্ষে অবস্থান করছে সিলেটভিউ২৪ডটকম। এটা সত্যিই এ পোর্টালটির জন্য গৌরবের।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন সিলেটভিউ২৪ডটকমের সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী (নবেল)।

সিলেটভিউয়ের বাণিজ্যিক সম্পাদক পিংকু ধরের স্বাগত বক্তব্যে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওযামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো চিফ ও সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, গণতন্ত্রী পার্টি, সিলেটের সভাপতি ব্যারিস্টার আরশ আলী, বঙ্গবন্ধু পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক আবু হোসেন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সাধারণ সম্পাদক সামছুল আলম সেলিম, সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি সামছুল ইসলাম, ক্রীড়ানুরাগী মাহী উদ্দিন সেলিম প্রমুখ।



মন্তব্য চালু নেই