সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে চট্টগ্রামে আটক ২৮২
দেশব্যাপী সাঁড়াশি অভিযানের ৫ম দিনে চট্টগ্রামে ২৮২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৮ শিবির নেতাকর্মীও রয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন উপজেলা থেকে মোট ২০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮ শিবির নেতা-কর্মী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৬৩ ও নিয়মিত মামলার ১৬ জন আসামিরাও রয়েছে।
এ সময় দেশীয় তৈরি একটি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ, ২৪ লিটার চোলাই মদ, ৩ কেজি গাঁজা ও ২ হাজার ৫২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টার অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে বিশেষ অভিযানে ৪৩ জন আসামিকে আটক করা হয়। এ সময় ২ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মন্তব্য চালু নেই