সাঁতার কাটতে নেমে কুমিরের পেটে ‘নারী’

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি সৈকতে গতকাল রবিবার রাতে সাঁতরানোর সময় এক নারীকে টেনে নিয়ে গেছে কুমির। আশঙ্কা করা হচ্ছে, কুমিরের আক্রমণে ওই নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’তে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কুইন্সল্যান্ড রাজ্যের উত্তর দিকের থর্নটন সৈকতে রাতের বেলায় দুই নারী সাঁতার কাটতে নামেন। এ সময় একজনকে নিয়ে যায় কুমির। তবে অপরজন রক্ষা পান।

পুলিশ জানায়, দুই নারীর বয়স চল্লিশের ঘরে। রাতে তারা সৈকতের ধারে হাঁটছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তারা থর্নটন সৈকতে কোমরপানিতে সাঁতার কাটার সিদ্ধান্ত নেন।

পুলিশ আরও জানায়, নিখোঁজ নারীর সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে এখনও তার সন্ধান মেলেনি।



মন্তব্য চালু নেই