‘সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগে পুলিশ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা’
সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক তদন্ত চলছে। যদি এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, এ ঘটনায় কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না।
এসময় ডিবি পুলিশ শের আলীর প্রশংসা করে আইজিপি বলেন, শের আলী পুলিশ বাহিনীর গৌরব। তিনি যেটা করেছেন তাতে পুলিশ বাহিনীর সম্মান আরও বেড়েছে। এছাড়া পুলিশ বাহিনীতে যারা ভালো কাজ করবে ডিপার্টমেন্ট অবশ্যই তাদের পদকের মাধ্যমে সম্মানে ভূষিত করবে।
রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি আরও শ্রদ্ধা জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য চালু নেই