সহিংসতা বন্ধ হলেই বাড়বে সম্পর্ক

বাংলাদেশের বর্তমান সহিংসতা বন্ধ হলেই বাংলাদেশ-কানাডা সম্পর্ক লাভবান হবে বলে মন্তব্য করেছেন কানাডীয়ান নতুন হাইকমিশনার বেনোইত পিয়েরে লারামি।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমান সহিংসতা বন্ধ হওয়া উচিৎ। এ সহিংসতা বন্ধ হলেই বাংলাদেশ ও কানাডার মধ্যকার সম্পর্ক লাভবান হবে।’
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে কানাডীয়ান হাইকমিশনার সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এ বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী। এসময় কানাডীয়ান হাইকমিশনারের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
লারামি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা আমার প্রথম বৈঠক ছিল। আমরা আমাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। খুবেই খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে।’
তিনি বলেন, ‘বাণিজ্য সহায়তা বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে আমরা কী করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। যা বাংলাদেশ ও কানাডার জন্য খুবেই গুরুত্বপূর্ণ। এসময় দেশের আইনের শাসন নিয়েও আলোচনা হয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।’

































মন্তব্য চালু নেই