সহস্রাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকে আছে পারাবত-৯

ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া পারাবত-৯ নামে একটি লঞ্চ মেঘনা নদীতে ডুবোচরে আটকে গেছে। লঞ্চটিতে এক হাজারের বেশি যাত্রী রয়েছে বলে জানা গেছে।

লঞ্চে থাকা যাত্রীরা জানান, শুক্রবার ভোরে বরিশালের হিজলা উপজেলার মিয়ারচর এলাকায় মেঘনার ডুবোচরে ঘন কুয়াশার কারণে আটকে যায় লঞ্চটি।

নদীতে ঘন কুয়াশা থাকায় লঞ্চটি দিক হারিয়ে ফেললে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছেন পারাবত লঞ্চের ম্যানেজার মো. সেলিম। তবে যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা জানান, ভোরে নদীতে ঘন কুয়াশা থাকায় লঞ্চটি নদীর পাশে নোঙর করা হয়। পরে কুয়াশা কেটে গেলে লঞ্চটিকে পুনরায় চালুর প্রস্তুতি নিয়েও ব্যর্থ হন লঞ্চ মাস্টাররা। ভাটা থাকায় নদীর পানি কমে যাওয়ায় ডুবোচরে আটকে রয়েছে লঞ্চটি।  জোয়ার এলে লঞ্চটি পুনরায় গন্তব্যে যাত্রা শুরু করতে পারবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই