সস্তায় সিম্ফনি স্মার্টফোন

যারা আধুনিক ফিচারের পাশাপাশি দামের কথাও বিবেচনা করেন তাদের জন্য সিম্ফনি নিয়ে এলো এক্সপ্লোরার সিরিজের ভি৫৫ স্মার্টফোন।

সিম্ফনি তাদের এই হ্যান্ডসেটটিতে প্রত্যেকটি ফিচারের দিকে বিশেষভাবে নজর রেখেছে। বিশেষ করে এর ৪.৫ ইঞ্চি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ফুল ওয়াইড ভিজিএ প্রযুক্তি যা সবসময় একটি সাবলীল ও সুন্দর রেজুলিউশনে ছবি দেখতে সাহায্য করবে।

এতে আরো রয়েছে- শক্তিশালী ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। গেমস, ভিডিও, ছবি ও অ্যাপস মোবাইলে রাখার জন্য এতে থাকছে ৪ জিবি ইন্টারনাল মেমরি যা চাইলে ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। পাশাপাশি এর ১৭০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম।

এর জি এবং এক্সেলেরোমিটার সেন্সর দিয়ে যেমন সবসময় মোবাইলের অবস্থান অনুযায়ী স্ক্রিন রোটেশন বদলে যাবে তেমনি খেলা যাবে টেম্পল রান, অ্যাসফল্ট রেসের মতো বিশ্বখ্যাত ফ্রি গেমসগুলোও। আর এর লাইট ও প্রক্সিমিটি সেন্সর কানের কাছে মোবাইল আনলে নিজে থেকেই আলো কমিয়ে দেয় যা দীর্ঘ সময় ব্যাটারি চালু রাখতে সাহায্য করে।

দেশের যেকোনও মোবাইল আউটলেটে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। দাম মাত্র ৬ হাজার ৫৯০ টাকা



মন্তব্য চালু নেই