সর্বোচ্চ বেতন ৮০ হাজার টাকার সুপারিশ
সশস্ত্র বাহিনীর প্রস্তাবিত বেতন কাঠামো
সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ মেজর জেনারেল পদে ৮০ হাজার টাকা ও সর্বনিম্ন সৈনিক পদে ৮ হাজার ২০০ টাকা নির্ধারণ করে নতুন বেতনকাঠামোর প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন।
প্রতিবেদনে ১৬টি গ্রেডে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন বাহিনী প্রধানদের বেতন এক লাখ টাকা ও লেফটেন্যান্ট জেনারেল সিনিয়র সচিব পদ মর্যাদায় বেতন ৮৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিশন অফিসারদের বেতন
পদ সুপারিশকৃত বেতন (টাকা)
সেকেন্ড লেফটেন্যান্ট ৩০, ০০০
লেফটেন্যান্ট ৩২,০০০
ক্যাপ্টেন ৩৭,০০০
মেজর ৪৫,০০০
লেফট্যানেন্ট কর্নেল ৫২,০০০
কর্নেল ৬০,০০০
ব্রিগেডিয়ার জেনারেল ৭০,০০০
মেজর জেনারেল ৮৪,০০০ (নির্ধারিত)
লেফট্যানেন্ট জেনারেল ৮৮,০০০ (নির্ধারিত)
সৈনিক ও জুনিয়র কমিশন অফিসারদের বেতন
এনসি (ই) ৯,০০০
সৈনিক ৯,৫০০
লেন্স করপোরাল ১০, ৫০০
করপোরাল ১১,৫০০
সার্জেন্ট ১৭,০০০
ওয়ারেন্ট অফিসার ২৫,০০০
সিনিয়র ওয়ারেন্ট অফিসার ২৭,০০০
চিফ আর্টিফিশার ২৮,০০০
মাস্টার ওয়ারেন্ট অফিসার ২৯,০০০
মন্তব্য চালু নেই