সশস্ত্র বাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ ও গর্বিত।’ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অসুস্থতার কারণে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে, ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা পালন করে আসছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে প্রতিনিধিদল নিয়ে রওনা দেন। প্রতিনিধি দলে মহাসচিব ছাড়াও রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে খালেদা জিয়া আমন্ত্রণ পেলেও তিনি যাননি। সর্বশেষ ২০১২ সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যে সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া। সে সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেখানে দুই নেত্রীর মধ্যে কোনো কথা হয়নি।



মন্তব্য চালু নেই