সশস্ত্র বাহিনীর জন্য ভারতীয় ভিসা ক্যাম্প

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় ভারতীয় হাইকমিশন কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যদের জন্য একটি ভিসা ক্যাম্পের আয়োজন করেছে।

শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ভিসা ক্যাম্পটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান।

ভারতীয় হাইকমিশনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারতীয় হাইকমিশন চলতি মাসগুলোতে ভারতীয় ভিসাপ্রাপ্তি প্রক্রিয়াকে গতিশীল ও সহজ করতে অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। ঈদের ছুটির আগে জুন মাসে একটি ভিসাক্যাম্পের আয়োজন করা হয় যেখানে ৫৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের জন্য একই রকমের আরেকটি ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে দুই হাজার ছাত্রছাত্রী অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে ভিসাপ্রাপ্তি প্রক্রিয়াকে সহজতর করতে সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিমের আওতায় নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়।



মন্তব্য চালু নেই