সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য যত ষড়যন্ত্রই করা হোক না কেন, কোনোভাবেই তা সফল হতে দেওয়া হবে না।’
মন্তব্য চালু নেই