সর্বোচ্চ ৭৫ হাজার ও সর্বনিম্ন ৮২৫০ টাকা মূল বেতনের সুপারিশ

পে-কমিশনের সচিব কমিটির সুপারিশ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ সুপারিশ অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পে-কমিশন নিয়ে সচিব কমিটির পর্যালোচনা প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতন সর্বোচ্চ ৭৫ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার সুপারিশ করা হয়েছে।

দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’-এর সুপারিশের বিষয়ে গঠিত সচিব কমিটি তাদের প্রতিবেদনে এ সুপারিশ করেছে। আগামী বাজেট ঘোষণার পর এটি চূড়ান্ত করা হবে। তবে ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।



মন্তব্য চালু নেই