সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদার পুরস্কার পদ্মশ্রী পেলেন প্রিয়াংকা

প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্য যে এই মুহূর্তে আকাশ ছোঁয়া তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ সৌন্দর্য প্রতিযোগিতা থেকে শুরু করে অভিনেত্রী হিসেবে ছুঁয়ে ফেলেছেন হলিউডের মাইলস্টোন। এর সুবাদে ক’দিন আগে পেয়েছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ড। এবার ভারতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদার পুরস্কার পদ্মশ্রী পেলেন তিনি।

দেশি এবং বিদেশি ছবিতে অভিনয়ের জন্য তাকে এই সম্মান দেয়া হয়েছে। অভিনয়কে পেশা করেই বিদেশের মাটিতে ভারতের নাম ছড়িয়ে দিয়েছেন প্রিয়াংকা। এই মুহূর্তে হলিউডে ভারতীয় সিনেমার অন্যতম প্রতিনিধি তিনিই।

গেল বছরে বলিউডে সর্বাধিক আলোচিত ছিলেন প্রিয়াংকা। তিনি যুক্তরাষ্ট্রের টিভি সিরিয়াল কোয়ান্টিকোতে অভিনয় করে দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেখানে প্রশংসিত হয়েছে দেশী গার্ল খ্যাত প্রিয়াংকা চোপড়ার অভিনয়।

এর আগে রাষ্ট্রীয় এই সম্মাননায় ভূষিত হন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিতসহ বলিউডের আরও অনেক নামীদামী তারকা।



মন্তব্য চালু নেই