নির্বাচন কমিশন গঠন
সর্বোত্তম ব্যক্তি খুঁজে বের করতে চলছে তথ্য সংগ্রহ
নির্বাচন কমিশন গঠনে সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ বিশিষ্টজনের যোগ্যতা সম্পর্কিত প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাইয়ের কাজ করছেন সার্চ কমিটির সদস্যরা। তালিকায় নতুন কোনো নাম যোগ বা বিয়োগ করা হয়নি। সর্বোত্তম ব্যক্তি খুঁজে বের করতে চলছে তথ্য সংগ্রহ।
গতকাল সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ সাংবাদিকদের এ কথা জানান। আগামী ৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৫টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক বসবে বলে তিনি উল্লেখ করেন। এর আগে বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির আহ্বায়ক বিচারপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বিচারপতি ওবায়দুল হাসান, সিএজি মাসুদ আহমেদ, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক শিরীণ আখতার এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন গঠনের জন্য নাম যাচাই-বাছাই করতেই এ বৈঠকে বসেন সার্চ কমিটির সদস্যরা। এটি কমিটির নিজস্ব তৃতীয় বৈঠক।
নাম প্রকাশ না করার শর্তে অনুসন্ধান কমিটির একজন সদস্য গতকাল বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বলেন, ৭ বা ৮ ফেব্রুয়ারি ১০ জনের নামের তালিকাসহ সুপারিশ রাষ্ট্রপতির কাছে জমা দেবেন তারা। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাঁচজন করে নাম আহ্বান করেন। এরপর ২৫টি দল নাম জমা দেয়। প্রাপ্ত ১২৫টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা করে সার্চ কমিটি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।
মন্তব্য চালু নেই