সরকার মাটির নিচের ভূমিকম্প টের পাচ্ছে না
আন্দোলনের ডাক শুনে সরকার সম্বিত হারিয়ে ফেলেছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার মাটির নিচের ভূমিকম্প টের পাচ্ছে না।’
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘আন্দোলনের প্রশ্নে আমাদের নীতি দ্ব্যর্থহীন। এই ফ্যাসিস্ট উৎপীড়নের বিরুদ্ধে আগের মতোই জাতীয়তাবাদী শক্তি বুক চিতিয়ে সকল অন্যায় প্রতিরোধ করবে। বৃহত্তর শান্তির জন্য, একদলীয় শাসনের শৃঙ্খল ভাঙার জন্য, প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যদি সংঘাত অনিবার্য হয় তা মোকাবেলা করতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট ধনুর্ভঙ্গ পণ নিয়ে লড়াই চালিয়ে যাবে। এই অবৈধ ক্ষমতাসীনরা এতো বাড় বেড়েছে যে এদের এখন ঝরে পড়ার সময় ঘনিয়ে এসেছে।’
জনদুর্ভোগ নিরসনে সরকারের কোনো নজর নেই অভিযোগ করে তিনি বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এতোই বেড়েছে যে সাধারণ মানুষকে অর্ধাহার-অনাহারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না করে সরকার পণ্য সিন্ডিকেটের হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’
জননিরাপত্তা হুমকির মুখে অভিযোগ করে রিজভী বলেন, ‘রমজানকে কেন্দ্র করে রাজধানীর শপিংমলগুলোতে চাঁদাবাজ, ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে কয়েকগুণ। হাইওয়েতে তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। অথচ এসবের দিকে সরকারের কোনো নজর নেই।’
বর্তমান সরকারকে ব্যর্থ জনবিচ্ছিন্ন দাবি করে রিজভী আহমেদ বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় আসা এই সরকার সামাজিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপি সরকারের এসব অনাচারের বিরুদ্ধে সর্বদা সজাগ। তাই ঈদের পরে সরকারের সব অনাচারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য চালু নেই