‘সরকার নিরপেক্ষ না হলে ইসি কিছুই করতে পারবে না’

নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন (ইসি) কিছুই করতে পারবে না বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. অধ্যাপক একিউএম বদরুদ্দোজা (বি) চৌধুরী।

শুক্রবার রাজধানীতে সন্ধ্যায় এক প্রকাশনা অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এমন মনোভাব ব্যক্ত করেন।

বি চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন সঠিক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কিছুই করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত একটি নিরপেক্ষ সরকার না থাকে। সরকারকে নিরপেক্ষ হতে হবে।’

এ সময় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া প্রস্তাবটি আবারো নতুন করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তিনি।

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, ‘আপনার শেষ নির্বাচন (২০১৪ সালের ৫ জানুয়ারি) যতই প্রশ্নবদ্ধি হোক না কেন আপনি মেটার অব ফ্যাক্ট, ইউ আর দি প্রাইম মিস্টার অব বাংলাদেশ। আপনার কথা কী পঁচে যায়, ভাসী হয়ে যায়? নো!’

‘সে হিসেবে আমরা আপনাকে (প্রধানমন্ত্রী) অনুরোধ করব- আপনি আবার সেই প্রস্তাবটি দেন। ওই প্রস্তাবটি নতুন করে দেন আজকে। সুন্দর একটা মোটামুটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক’ যোগ করেন তিনি।

বিএনপিকে পরামর্শ দিয়ে অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে। আর কত দিন ঘোমটা দিয়ে বাড়িতে বসে থাকবেন? বাড়ি থেকে বেরিয়ে আসুন।’

তিনি বলেন, ‘১৪ হাজার লোক জেলে আছে, আরও হয়তো ২০ হাজার লোক জেলে যাবে- একটু চেষ্টা করে দেখুন না। জনগণ কিন্তু আপনাদেরকে একেবারে ফেলে দেয়নি।’

এসময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে সুষ্ঠু রাজনীতি ও সুষ্ঠু নির্বাচন জন্য কেবল বিএনপি নয়, সব বিরোধী দলকে এক হতে হবে।’

আবারো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নিয়মিত সংবাদ সম্মেলন করার সমালোচনা করে তিনি বলেন, ‘অনুগ্রহ করে প্রেস কনফারেন্স, প্রেস রিলিজ বন্ধ করুন। আর কত প্রেস রিলিজ দেবেন! যদি পারেন রাস্তায় নামবেন, না হয় চুপ করে বাড়িতে বসে থাকুন।’

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কবি আবদুল হাই শিকদারের লেখা ‘বাংলাদেশের অলি আহাদ’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থের প্রকাশক অ্যার্ডন পাবলিকেশন। ৩২৭ পৃষ্ঠার বইটি মূল্য ধরা হয়েছে ৬৫০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর, ঢাবির সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবির অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই