সরকার একটি বিজ্ঞানমনস্ক জাতি উপহার দিবে: ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, আধুনিক শিক্ষা গ্রহণে মেয়েরা অনেক দূর এগিয়েছে। মেয়েরা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশাজীবী কাজে এখন নিয়োজিত। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পাশের হার শতভাগ রাখার আহ্বান জানিয়ে ভূমি মন্ত্রী বলেন, আলোর পথে, প্রগতির পথে, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সরকার তোমাদের দ্বারা একটি বিজ্ঞান মনস্ক জাতি উপহার দিতে যাচ্ছে।

ঈশ্বরদী উপজেলার সাহাপুর শহিদ আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের দ্বিতল ভবন (সম্প্রসারণ) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গত শুক্রবার ১৫ মে বিকেলে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, সরকার নারী জাগরণ, নারী উন্নয়ন, নারীর অধিকার, নারীর কর্মসংস্থান ও শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, নারীরা সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলসহ সকল চ্যালেঞ্জিং পেশায় দক্ষতা ও সফলতার সাথে কাজ করছে। পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। ভূমি মন্ত্রী শরীফ বলেন, পাঁচ বছরের ঊর্ধ্বে সকল শিশুকে বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করার জন্য সকল পরিবারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়িয়েছে এ সরকার। মন্ত্রী পাঁচ বছরের ঊর্ধ্ব শিশুদের বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করতে সকল অভিভাবক ও শিক্ষকের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যার যার নিজের পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশির সন্তানদের স্কুলে যাওয়া নিশ্চিত করতে হবে।

বিদ্যালয় কমিটির সভাপতি বশির আহম্মেদ বকুল এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার মৈত্র, ঈশ্বরদী উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনিসুন্নবী বিশ্বাস বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই