বিচারবর্হিভূত হত্যাকাণ্ড:
সরকারের সাথে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে চলমান সহিংসতা, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মূখপাত্র মেরি হার্ফ এ কথা বলেছেন।
এক প্রশ্নের জবাবে হার্ফ বলেন, বাংলাদেশসহ যে কোনো দেশে সংবাদপত্রের স্বাধীনতাসহ মতপ্রকাশের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এসব ইস্যুতে সরকারের সঙ্গে সবসময়ই কথা বলা যায়। সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখার দায়দায়িত্ব সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিরোধীদলেরও রয়েছে মন্তব্য করে হার্ফ বলেন, ‘যেখানে সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘিত হবে, সেখানে আমরা কথা বলবই।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ সরকার ও প্রধান বিরোধীদলের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক।
এদিকে যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী ফাতেমা সুমার আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকায় পা রেখেছেন।
ফাতেমা সুমার আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে কাজ করেন। বাংলাদেশ সফরকালে তিনি বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে সরকারি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই