সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের প্রাকনিবন্ধন শুরু
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে যারা হজ করতে আগ্রহী অনলাইনে তাদের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এ সময় ধর্ম সচিব আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বছরের ২০ ডিসেম্বর উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে হজের প্রাক-নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে ১৫ জানুয়ারি হজের প্রাক নিবন্ধন শুরুর ঘোষণা দেন ধর্মমন্ত্রী।
মন্তব্য চালু নেই