সময় পেলেই তামিমের টিউমার অপসারণ

সর্বশেষ বিশ্বকাপের ঠিক আগে আগে হাঁটুতে চোট পাওয়া তামিম ইকবাল একবার অস্ট্রেলিয়াতে অস্ত্রোপচার করিয়েছেন। সেই অপারেশনের পর যথেষ্ট বিশ্রাম না নিয়েই বিশ্বকাপ খেলেছেন।

সেখানে খুব বেশি সফল না হলেও এরপর পাকিস্তানের বিপক্ষে রানবন্যা বইয়ে দিয়েছেন। কিন্তু কিছুদিন আগে আবারও হাঁটুর এমআরআই অস্ট্রেলিয়াতে পাঠালে ধরা পড়েছে, সেখানে জন্ম নিয়েছে একটা টিউমার।

টিউমার শুনলেই যেরকম ভয়ের ব্যাপার মনে হয়, তা অবশ্য নয়। তামিম নিজেই হাঁটতে হাঁটতে গণমাধ্যমের কাছে বলছিলেন, ‘না, খারাপ কিছু না। এটা ভালো খবর যে, টিউমারটা খারাপ ধরনের নয়। তবে টিউমার তো। ফলে একসময় এটাকে সরাতেই হবে।’

তবে, এই টিউমারে ভারত সফরে তামিমের খেলাকে কোন ভাবেই প্রশ্নবিদ্ধ করছে না। সিরিজ শেষে সময় পাওয়া মাত্রই এটা অপসারণ করবেন বলে জানালেন তিনি, ‘আপাতত হয়তো এটা নিয়েই চালিয়ে যাবো। কিন্তু একটু অবসর পেলেই এটা বের করে ফেলতে হবে।’

ব্যাপারটা ভালো যে, এই টিউমারের কারণে কোনো ব্যথা অন্তত বোধ করছেন না তামিম। তাই ভারতের বিপক্ষে পুরো মেজাজে তার মাঠে নামা নিয়ে কোনো সংশয় নেই। শুধু ভেতরে ভেতরে হয়তো যন্ত্রণাটা চেপেই হাসতে হবে।



মন্তব্য চালু নেই