সময়ের আয়নায় ভাষাসৈনিক শামসুল হুদার প্রতিবিম্ব স্মরণিয় হয়ে থাকবেন : ইকবাল সোবহান চৌধুরী
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বরেণ্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সময়ের আয়নায় ভাষাসৈনিক শামসুল হুদার প্রতিবিম্ব স্মরণিয় হয়ে থাকবেন। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন কথা তুলে ধরার দায়িত্ব সরকারের। প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা প্রকাশিত ‘সময়ের আয়নায় : ভাষাসৈনিকশামসুল হুদা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি উপরোক্ত কথা বলেন। প্রকাশনা উৎসবে বায়ান্নর ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তি ভাষাসৈনিকশামসুল হুদার জন্মদিনকে ঘিরে ৩০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে(জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) অনুষ্ঠিত সংবর্ধনা ও প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক বিচারপতি কাজী এবাদুল হক। প্রধান আলোচক ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল নওয়াব, ক্লেমস কমিটির চেয়ারম্যান গাজী বেলায়েত হোসেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ, রাজউকের সচিব রোকনউদ্দ্যোলা, কবি মুহম্মদ আবদুল খালেক। বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও প্রকাশক লায়ন শান্তা ফারজানার স্বাগত বক্তব্যও মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবে সাউন্ডবাংলা’র নির্বাহী পরিচালক মোমিন মেহেদী পরিচালিত শর্টফিল্ম সাহসের শিলালিপি প্রদর্শন করা হয়।
আলোচনায় অংশ নেন, সংগঠক মঞ্জুর হোসেন ঈসা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, শেখ হাবিব খোকন, শিপ্রা রাণী মিস্ত্রী, মওদুদুর রশীদ পবন, শেখ নাহিদ হাসান নয়ন প্রমুখ।
মন্তব্য চালু নেই