সম্মানীভাতা বৃদ্ধিসহ ৮দফা দাবীতে কাউন্সিলরদের মানববন্ধন
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : সম্মানীভাতা বৃদ্ধি সহ ৮ দফা দাবীতে নোয়াখালীর ৮টি পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঘন্টাব্যাপী জেলার চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, চৌমুহনী, বসুরহাট, কবিরহাট, হাতিয়া ও নোয়াখালী পৌরসভার শতাধিক কাউন্সিলরবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় মানববন্ধন কর্মসূচীতে নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আহ্সান হাবীব সমীর, নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান হাবীব হাসান বক্তব্য রাখেন। বক্তারা স্থাানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কাউন্সিলরদের সম্মানী ভাতা ৮ হাজার টাকা আর মেয়রদের জন্য ৩৮ হাজার টাকা ধরা হয়েছে। এ বৈষম্য দূর করে তাদের সম্মনী ভাতা বৃদ্ধি সহ ৮ দফা দাবী পূরণে সরকারের প্রতি আহব্বান জানানো হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়।
মন্তব্য চালু নেই