সমুদ্রের ১০,০০০ ফুট গভীরে চীনের রহস্য গবেষণাগার!
দক্ষিণ চীন সাগরের তলদেশের খনিজ সম্পদ আরোহণের উদ্দেশ্যে চীন সমুদ্র তলদেশে একটি গবেষণাগার তৈরির পরিকল্পনা প্রকাশ করেছে। এই গবেষণাগারটি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় নির্মাণ করা হবে। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাবে।
তবে ওই গবেষণাগারে কোনো সামরিক কার্যক্রম চালানো হবে কি না তা এখনো নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।
এই উচ্চাকাঙ্খী গবেষণাগারটি সমুদ্রের ৩,০০০ মিটার বা ১০,০০০ ফিট গভীরে নির্মাণ করা হবে বলে সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত বিজ্ঞান পত্রিকায় জানানো হয়।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে সৃষ্ট সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্ততার প্রস্তাবে বিরোধীতার মধ্যেই চীন নতুন এই ঘোষণা প্রদান করলো। এর ফলে যুক্তরাষ্ট্রসহ ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
চীনের ডেপুটি নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল সান জিয়াংগু এক অনুষ্ঠানে বলেন, দক্ষিণ চীন সাগরের সাথে যেসব দেশের সরাসরি ভূখণ্ড নেই তাদের এ ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত নয়। এর মাধ্যমে সান মূলত যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করেছেন।
মন্তব্য চালু নেই