সমুদ্রের উপর ভয়ঙ্কর সুন্দর পাঁচ তলা বাড়ি!

বাড়িটা পুরো পানির ওপর। সারাদিন সাগরের উত্তাল গর্জনে ভয় আর রোমাঞ্চ। কাচের দেয়াল ঘেরা বাড়ি থেকেই চোখে পড়বে ডলফিন, হাঙ্গর, এমনকি ভাগ্য ভালো হলে তিমিও। এমন একটা বাড়ি কপালই বলতে হবে।

আপনি যদি ধনকুবের হয়ে থাকেন আর উচ্চতায় ভয় না পান তবে এরকম একটি বাড়ির মালিক হতে পারেন। বিশ্বের ভয়ঙ্কর বাড়িগুলোর মধ্যে অন্যতম এ বাড়িটি সমুদ্র তীরে নির্মিত। একটা দুটা রুম নয়, পুরো একটা বাড়ি। পুরো পাঁচতলা বিশিষ্ট একটি ফ্ল্যাট।

2015_11_23_13_04_35_rMpWTV0QUxdcKSAXW78d2HH1MZqGcW_original

অস্ট্রেলিয়ান রিয়েল এস্টেট ফার্ম মডস্কেপের উদ্যোগে এ বাড়িটি তৈরি করা হয়েছে। এর যাতায়াত হয় ওপরের দিক দিয়ে। একেবারে নিচের ফ্লোরে যাওয়ার জন্য আছে লিফট। আর সবচেয়ে বড় সুবিধার কথা হল। গাড়িতেই আসতে পারেন এখানে।

2015_11_23_13_04_31_805Xus4fgWNdtrwEJKMZeD1FglEqVq_original

 

 



মন্তব্য চালু নেই