সমাবেশ শুরুর আগেই ছাত্রলীগের চেয়ার ছোড়াছুড়ি

জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

রোববার দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরুর আগেই চেয়ারে বসাকে কেন্দ্র করে মঞ্চের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হল ছাত্রলীগের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ‍একে অপরের দিকে প্লাস্টিকের চেয়ার ছোড়াছুড়ি করে। প্রায় ২০ মিনিট পর্যন্ত চলে এ ঘটনা। পরে অবশ্য উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীর সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। এখনো বিভিন্ন স্থান থেকে মিছিল আসছে।



মন্তব্য চালু নেই