সমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আসতে শুরু করেছন নেতাকর্মীরা। আজ দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন দলের সভাপতি মণ্ডলির সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে যোগ দিতে বেলা ১টা থেকেই যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেছেন।

সোমবার সকালে সমাবেশের অনুমতি পেয়েছে সরকারি দল আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমন দাবি করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক আদেশে সকালে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ডিএমপির ওয়েবসাইটে এমন তথ্য দেখা যায়।



মন্তব্য চালু নেই