সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্বে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করে আদেশ জারি করা হয়েছে।’

গত বছরের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেন। এরপর থেকে প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনই সমাজকল্যাণ মন্ত্রণালয় সামলে আসছিলেন।

গত ১১ মে প্রমোদ মানকিনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দু’টি পদই খালি ছিল।

সর্বশেষ নির্বাচনে নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ ও আদিতমারী উপজেলা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের ১৪ জুলাই আওয়ামী লীগ নেতা নূরুজ্জামান খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ পান।

এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩১ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী রয়েছেন। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ৫ জন, মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর বিশেষ দূত রয়েছেন একজন।



মন্তব্য চালু নেই