সব সরকারি কলেজের ওয়েবসাইট তৈরির নির্দেশ

দেশের প্রত্যেকটি সরকারি কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, দ্রুততার সঙ্গে ও ঠিকভাবে কলেজগুলোর সব কাজ শেষ করার জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজগুলোকে আগামি ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইটের ঠিকানা জানানোর নির্দেশ দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আইটি সেলের এক অফিস স্মারকে বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করা হয়েছে।

ওয়েবসাইটে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ এবং বিগতশিক্ষক-শিক্ষার্থীদের বিভাগ ভিত্তিক ছবিসহ ডাটাবেজ (আর্কাইভ) দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

এছাড়াও অ্যাকাডেমিক ক্যালেন্ডার, বিভাগভিত্তিক ক্লাস রুটিন (কোনো শিক্ষক ছুটিতে থাকলে তার পরিবর্তে শিক্ষকের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে), প্রতিষ্ঠানের ইতিহাস, ভৌত অবকাঠামো, বিষয় ও পদভিত্তিক কলেজের পদের তথ্য, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সব তথ্য, বিভিন্ন পরীক্ষার ফল, ভর্তির তথ্য, বিভিন্ন ফরম, বিভিন্ন নোটিশ, শিক্ষার্থী প্যানেল, শিক্ষক প্যানেল, অভিভাবক প্যানেল, ফটো গ্যালারি, লাইব্রেরিতে বিভাগভিত্তিক বইয়ের তালিকা, অভিযোগ কর্নার ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে।



মন্তব্য চালু নেই