সব আইনি প্রক্রিয়া মেনেই নিজামীর ফাঁসি কার্যকর

সব আইনি প্রক্রিয়া শেষ করে যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজামীর ফাঁসি কার্যকরে সরকার তাড়াহুড়ো করবে না। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই ফাঁসি কার্যকর করা হবে।

গতকাল মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। রিভিউ খারিজ হলেও এখনই ফাঁসি কার্যকর হচ্ছে না শীর্ষ এই যুদ্ধাপরাধীর।

রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ পাবেন তিনি। এরপর তিনি প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পরও তা প্রত্যাখ্যাত হলে তার ফাঁসির রায় কার্যকর হবে।



মন্তব্য চালু নেই